তবুও বৃষ্টি আসুক” …..শফিকুল ইসলাম

 গ্রন্থ পর্যালোচনায়

– ডঃ আশরাফ সিদ্দিকীসাবেক মহাপরিচালকবাংলা একাডেমী

তবুও বৃষ্টি আসুক’ কবি শফিকুল ইসলামের অনন্য কাব্যগ্রন্থ। গ্রন্থটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। তার কবিতা আমি ইতিপূর্বে  পড়েছি ভাষাবর্ণনা প্রাঞ্জল এবং তীব্র নির্বাচনী। ‘তবুও বৃষ্টি আসুক’ গ্রন্থে  মোট ৪১টিকবিতারচিতহয়েছে।প্রথমথেকেশেষপর্যন্ত এগ্রন্থপাঠকরেপূর্বেই  বলেছিমনঅনাবিলতৃপ্তিতে ভরেযায়।

বইটির প্রথম কবিতায় মানবতাহীন এই হিংস্র পৃথিবীতে কবির চাওয়া বিশ্বমানবের সার্বজনীন আকাংখা হয়ে ধরা দিয়েছে। কবি বলেছেন

তারও আগে বৃষ্টি নামুক
আমাদের বিবেকের মরুভূমিতে-
সেখানে মানবতা ফুল হয়ে ফুটুক,
আর পরিশুদ্ধ হোক ধরা,হৃদয়ের গ্লানি

                 (কবিতা:তবুও  বৃষ্টি  আসুক’)

প্রকৃতিপ্রেমনারীমুক্তিযোদ্ধামা এবং সুলতা নামের এক নারী তার হৃদয় ভরে রেখেছে। তাকে কিছুতেই  ভোলা যায়না।মা তার কাছে অত্যন্ত  আদরের ধন।মাকে তার বারবার মনে পড়ে

মনে পড়ে সুন্দরী  সুলতাকেযে তার হৃদয়ে দোলা দিয়েছিল। বেচারা তার জীবনমৃত্যুহীন মৃত্যুতাই তিনি এখনও সুলতাকে  খুঁজেন যার জন্য তিনি অনন্তকাল  প্রতীক্ষায়  আছেন।  এই  প্রিয়তমা  তার হৃদয়-মন ভরে  আছে।  নদীর জলও তীরের মত এক হয়ে মিশে আছেএই প্রেম বড়ই স্বর্গীয়বড়ই সুন্দর একে ভোলা যায়না।প্রকৃতি  আর  সুলতা  কখন   একাকার  হয়ে  যায়  হৃদয়ে

কাব্যগ্রন্থটি পড়ে আমার খুব ভাল লেগেছে। বইটির ছাপা অত্যন্ত সুন্দর। ধ্রুব এষের প্রচছদ চিত্রটি  অত্যন্ত  প্রশংসনীয়

[প্রাপ্তিস্থান– আগামী প্রকাশনী৩৬ বাংলাবাজার,ঢাকা১১০০। ফোন ৯৫৯১১৮৫৭১১০০২১। মোবাইল০১৮১৯২১৯০২৪এছাড়া www.rokomari.com থেকে অনলাইনে সরাসরি বইটি সংগ্রহ করা যাবে।

তবুও বৃষ্টি আসুকশফিকুল ইসলাম


বহুদিন পর আজ
বাতাসে বৃষ্টির আভাস,
সোঁদামাটির অমৃত গন্ধ-
এখনই বুঝি বৃষ্টি আসবে
সবারই মনে উদ্বেগ-
তাড়াতাড়ি ঘরে ফেরার ব্যস্ততা।
তবু আমার মনে নেই বৃষ্টিভেজার উদ্বেগ
আমার চলায় নেই কোনো লক্ষণীয় ব্যস্ততা

দীর্ঘ নিদাঘের পর
আকাঙ্ক্ষিত বৃষ্টির সম্ভাবনা
অলক্ষ্য আনন্দ ছড়ায়আমার তপ্ত মনে –
আর আমি উন্মুখ হয়ে থাকি
বৃষ্টির প্রতীক্ষায় –
এখনইবৃষ্টি নামুক
বহুদিন পর আজ বৃষ্টি আসুক

দীর্ঘ পথে না থাকে না থাকুক বর্ষাতি –
বৃষ্টির জলে যদি ভিজে যায় আমার সর্বাঙ্গ
পরিধেয় পোশাক-আশাক-
তবুও বৃষ্টি আসুক –
সমস্ত আকাশ জুড়ে বৃষ্টি নামুক
বৃষ্টি নামুক মাঠ-প্রান্তর ডুবিয়ে।
সে অমিতব্যয়ী বৃষ্টিজলের বন্যাধারায়
তলিয়ে যায় যদি আমার ভিটেমাটি
তলিয়ে যাই যদি আমি
ক্ষতি নেই

তবুও বৃষ্টি নামুক
ইথিওপিয়ায়সুদানে
খরাকবলিতদুর্ভিক্ষ-পীড়িত
দুর্ভাগ্য জর্জরিত আফ্রিকায়-
সবুজ ফসল সম্ভারে ছেয়ে যাক
আফ্রিকার উদার বিরান প্রান্তর

তারও আগে বৃষ্টি নামুক
আমাদের বিবেকের মরুভূমিতে
সেখানে মানবতা ফুল হয়ে ফুটুক,
আর পরিশুদ্ধ হোক ধরাহৃদয়ের গ্লানি

মানুষের জন্য মানুষের মমতা
ঝর্ণাধারা হয়ে যাক
বৃষ্টির সাথে মিলেমিশে –
সব পিপাসার্ত প্রাণ ছুঁয়ে ছুঁয়ে
বয়ে যাক অনন্ত ধারাজল হয়ে

বহুদিন পর আজ
অজস্র ধারায় অঝোরে বৃষ্টি নামুক
আজ আমাদের ধূলিধূসরিত
মলিন হৃদয়ের মাঠ-প্রান্তর জুড়ে 

  Never miss a story from us, get weekly updates in your inbox.