প্রবচনে নারী

Soma Dutta

Soma Dutta

22 February 2018 · 1 min read

বাংলায় নারীদের সম্পর্কে বেশকিছু প্রবাদ-প্রবচন লক্ষ্য করা যায়।এগুলি প্রাচীন হলেেও আজও প্রাসঙ্গি্ক ও আধুনিক।নারী জাতির মধ্যে সবার আগে যিনি,তিনি হলে্ন আমাদের প্রিয় গর্ভধারিনী মা।এই মা কে নিয়ে সবচেয়ে জনপ্রিয় প্রবাদটি হল 'ভাগের মা গঙ্গা পায় না।'এর অর্থ অত্যন্ত সহজ।আরো তিনটে জনপ্রিয় প্রবাদ-'মাতৃবৎ পরদারেষু' , 'মায়ের গলায় দিয়ে দড়ি, বউকে পরাই ঢাকাই শাড়ি,' এবং 'মায়ের চেয়ে মাসির দরদ বেশী।'

বউকে জব্দ করার জন্যও প্রবাদ সৃষ্টি হয়েছে'হলুদ জব্দ শিলে,বউ জব্দ কিলে।'

কয়েকটি লৌকিক ছড়ায় নারী চরিত্র অসাধারনভাবে ধরা পড়েছে।যেমন-

         'নিম তিত, নিশ্চিন্দে তিত,তিত মাকাল ফল

          তার চেয়ে তিত কন্যে বোন সতীনের ঘর।'অথবা

          'তুফানে যে হাল ধরে না,সেই বা কেমন নেয়ে

           কথা পাড়লে বুঝতে পারে না সেই বা কেমন মেয়ে।'

নারী বিষয়ে কোন বক্তব্যের সমর্থনে আর নিষেধে এই প্রবাদগুলির ব্যবহার হয়ে থাকে।তবে প্রবাদ গুলি কেবল নারীকেন্দ্রিক বিষয়ে আবদ্ধ নয়,এ যেন পিতৃতান্ত্রিক সমাজে নারীকে নৈতিকতার বেড়াজালে আবদ্ধ রাখা।

  Never miss a story from us, get weekly updates in your inbox.