Content : 1
আত্মকথন
তার নামের সঙ্গে একটি শব্দেরই তুলনা চলে,তা হল অনন্ত। তার না থাকাটা অনন্ত হয়ে রইল কোনও স্পর্শ স্বরের মতো। আর থাকাটাও। পূর্ণিমা গুনে গুনে আমি হিসেব কষে দেখি আমার ভালোবাসার বয়েস কত হল। তাতে খানিক চাঁদের কলঙ্ক মেশাই ,পোয়া ছটাক আলো আর আলটপকা কিছু কথা এসে পড়ে। যে সব কথার বেশির ভাগটাই খামখেয়ালি l দুখজাগানিয়া কথারা চলচ্ছক্তিহীন হয়ে কিছু মুহূর্তকে জিইয়ে রাখে কেবল। আর আমি বুঝি আমার মনের ঝুলবারান্দায় ব্যথাগুলো, আমারই আশকারায়, আশনাইতে কেমন বেয়াড়া হয়ে উঠছে।
একটা অনির্বাণ অনন্তকে আমি সলতে পাকিয়ে জ্বালিয়ে রাখি আর তার রেশটুকু মিশতে থাকে পুরিয়া ধানেশ্রীর বিষন্নতায়।